লেখা জমা দেয়ার আগে নিয়মগুলো ভালো করে দেখে নিন
১। খুব ছোট লেখা প্রকাশ করা হয় না। তাই কমপক্ষে ৩-৪ লাইন বা তার বেশি লিখুন। মনে রাখবেন, লেখা অবশ্যই নিজের হতে হবে। লেখা যদি কোনভাবে কপি প্রমাণিত হয় তাহলে কোনরকম কারণ দেখানো ছাড়াই স্থায়ীভাবে ব্লক করা হবে।
২। চাইলে লেখার সাথে রিলেটেড ক্যালিগ্রাফি/টাইপোগ্রাফি ধরনের ছবি সংযুক্ত করতে পারেন। তবে এটি বাধ্যতামূলক নয়।।
৩। লেখা জমা দিলেই যে তা প্রকাশ করা হবে এমন না। লেখা মানসম্মত মনে হলেই কেবল প্রকাশ করা হবে। লেখা প্রকাশের ক্ষেত্রে সোমার ডায়েরীর সিদ্ধান্তই চুড়ান্ত।
